• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার! সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল আমতলীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় অভিযোগ। আমতলীতে চাদা না দেয়ায় ৬ জনকে কুপিয়ে আহত। অপারেশন ডেভিল হান্ট, আমতলীতে আ লীগ নেতা গ্রেফতার।

ব্রাজিলের জার্সিতে এ বছর খেলা হচ্ছে না নেইমারের

মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০০
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

এ বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। চোট কাটিয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গায় হয়নি তাঁর।

গতকাল রাতে ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ‘সেলেসাও’রা। এই বছর নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই।

এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারে। এর আগে নেইমারের জন্য সবাইকে ‘ধৈর্য’ ধরার কথাও বলেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না। আপাতত নেইমারকে বাইরে রেখেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন দরিভাল।

নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রএএফপি

দরিভাল না ডাকলেও এই ম্যাচ দুটি দিয়ে নেইমার ফিরতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন দরিভাল, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয়, আমাদের সতর্ক থাকতে হবে।’

নেইমার-এনদ্রিককে ছাড়া ঘোষিত দলে চমক বলতে নটিংহাম ফরেস্টের মুরিলোর জায়গা পাওয়া। ২২ বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে। ১৩ নভেম্বর পর্যন্ত প্রস্তুতি নিয়ে প্রথম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা, পৌঁছাবে মাতুরিনে। এরপর ম্যাচ শেষে তারা ফিরে আসবে সালভাদরে। যেখানে পরের ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে উরুগুয়ে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন