ত্যাগী নেতারা কি স্থান পাচ্ছে আসন্ন মাদারগঞ্জ উপজেলা বিএনপির ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে!

আসিফ বিল্লাহ,
জামালপুর জেলা প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে যাচ্ছে।গত দ্বী-বার্ষীক সম্মেলনে তৃণমূলীয় ভোটাভুটির মাধ্যমে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোওন।প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে কিছুদিনের মাঝেই।
মাদারগঞ্জ উপজেলা বিএনপিতে বিগত ১৭বছরে যেসব নেতাকর্মী রাস্তায় থেকেছেন,মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে কি জায়গা দিচ্ছে নতুন কমিটিতে!
না শুধু ৫ই আগস্টের পর নিজের পরিবারের লোকজন,আত্মীয়স্বজন যারা বিগত দিনে আওয়ামী, সৈরাচারীদের আতাত করে চলেছে,২৪এর গণ অভ্যুত্থানের পর বিভিন্ন আওয়ামী প্রতিষ্ঠান দখল করা,আওয়ামী সন্ত্রাসীদের সেল্টার দেওয়া এসব হাউব্রিড নেতাদের দিচ্ছেন!
সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করে দেখা যায় যে-
এই উপজেলার অধিকাংশ ত্যাগী নেতাকর্মীদের সবসময় অবহেলা করা হয়েছে বিগত সময়ে।এইবারও যদি এমন কিছু ঘটে তাহলে ত্যাগী ও তৃণমূলীয় নেতাকর্মীদের অবস্থান হবে রাজপথে বলে জানিয়েছেন এই উপজেলার রাজপথের জিয়াউর রহমানের সৈনিকেরা।