মোস্তাফিজুর রহমান বাবুলের শোক প্রকাশ মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডিতে।

গতকাল ২১জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষিত অবস্থায় দূর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন স্কুলের একাডেমিক ভবণে আচড়ে পরে।সে সময় স্কুলে ক্লাস হচ্ছিলো।প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণির ক্লাস চলাচলরত অবস্থায় সে ভবণে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পড়ে যায়।এতে করে সাথে সাথে আগুন ধরে যায় পুরো ভবণে।অনেক কোমলমতি শিশুরা মুহুর্তেই অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায়।সারা দেশে নেমে আসে শোকের ছায়া।ঢাকার আকাশে বাতাসে শোকস্থ গ্রাণ উড়তে থাকে।কেদে উঠে সারাদেশ।
জামালপুর ৩ আসনের ধানের শীষের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এই ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।এছাড়াও তিনি নিজে ঘটনাস্থলে এবং কুর্মিটলা, ঢাকা পিজি হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধ শিশুদের দেখতে ও খোজ খবর নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন- জুলাই বাংলাদেশের গত বছর থেকে ভবিষ্যৎ সম্পদগুলো এভাবে কেড়ে নিচ্ছে কেন?আল্লাহ তুমি সহায় হও সেসব পরিবারের প্রতি যাদের সন্তান হারিয়েছে।সকল পরিবারকে শোক সামলানোর তৌফিক দান করুন আমীন।
ভবিষ্যৎ বাংলাদেশ এমন ঘটনা যেনো দ্বিতীয়বার না ঘটে সে দিকে সরকারের প্রতি আহবান এবং অনুরোধ জানিয়েছেন।