জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন দোকান হতে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি উদ্ধার।

Jul 27, 2025 - 10:10
 0  1
জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন দোকান হতে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি উদ্ধার।

মোঃ আজিজুল হক রাজু
বগুড়া জেলা প্রতিনিধি

 *ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ* বগুড়া শহরে আইন শৃংখলা রক্ষার্থে ছোরা ও চাকু উদ্ধার অভিযানের অংশ হিসেবে ২৬/০৭/২০২৫ খ্রিঃ বেলা অনুঃ ০৪.০০ ঘটিকার সময় বগুড়া  জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের সমন্বয়ে বগুড়া শহরের বিভিন্ন মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মার্কেটের বিভিন্ন দোকান হতে ৮১০ (আটশত দশ) পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। এই সময় দোকান মালিকদেরকে জব্দকৃত চায়নিজ ফোল্ডিং চাকু ক্রয় বিক্রয় মজুদকরন সম্পর্কে সচেতন করা হয়। তাছাড়া সাধারণ জনগনকে এই ধরনের ফোল্ডিং চাকুর অপব্যবহার সম্পর্কে সচেতনত করা হয়।